বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » অপহৃত ২ যুবককে উদ্ধারের পর আদালতে প্রেরণ
অপহৃত ২ যুবককে উদ্ধারের পর আদালতে প্রেরণ
ময়মনসিংহ অফিস :: (২২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মি.) ময়মনসিংহের তারাকান্দা থেকে অপহরনের পর দুই যুবককে পুলিশ উদ্ধার করে জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করেছে। মিথ্যে প্রলোভনে উচ্চ বেতনে কাজের কথা বলে ওই দুই চাচাত ভাইকে গত রবিবার (০২ সেপ্টেম্বর) একটি প্রতারক চক্র অপহরন করে মুক্তিপণ দাবী করলে গত সোমবার (৩ সেপ্টেম্বর) অপহরনের ঘটনায় তারাকান্দা থানায় উপজেলার নলদিঘী গ্রামের আব্দুল মোতালেব বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর অপহৃত দুই যুবককে জবানবন্দির জন্য ময়মনসিংহ আদালতে প্রেরণ করেছে পুলিশ। তার আগে গতকাল বুধবার (০৫ সেপ্টেম্বর) পুলিশ অপহৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মামলা সূত্রে জানা যায়, রবিবার (০২ সেপ্টেম্বর) তারাকান্দা উপজেলার নলদিঘী গ্রামের আব্দুল মোতালেবের তারাকান্দা বাজারে চা’য়ের দোকানে অপহরনকারীরা উচ্চ বেতনে ২জন শ্রমিক নেয়ার কথা বলে। এ সময় আব্দুল মোতালেব অপহরনকারীর কথায় সরল বিশ্বাসে তার ছেলে সিরাজুল (২৪) ও ভাতিজা মুখছেদুল (২৫)কে কাজে দেয়।
পরে অপহরনকারী চক্র ২ যুবককে বান্দরবন জেলার প্রত্যন্ত অঞ্চলে আটক করে ১ লাখ টাকা মুক্তিপন দাবী করে। এ ঘটনায় সোমবার (৩ সেপ্টেম্বর) আব্দুল মোতালেব বাদী হয়ে তারাকান্দা থানায় অপহরণ মামলা দায়ের করেন।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ও তারাকান্দা থানার এস.আই খন্দকার আল মামুন মোবাইল ট্রেকিং এর মাধ্যমে ও অপহরকারীদের সাথে মুক্তিপন দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ঢাকা মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অপহৃতদেরসহ অপহরনকারীদের ডেকে আনে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরকারী চক্র অপহৃতদের রেখে পালিয়ে যায়। পরে বুধবার (০৫ সেপ্টেম্বর) পুলিশ অপহৃতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং জবানবন্দির জন্য বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ আদালতে প্রেরণ করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও তারাকান্দা থানার এস.আই খন্দকার আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতদের উদ্ধারের পর জবানবন্দির জন্য ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে। সেইসাথে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।