বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল গ্রেপ্তার : বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল গ্রেপ্তার : বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা
অনলাইন ডেস্ক :: (২২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৭মি.) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানার পুলিশ।
পুলিশ জানায়, চাঁদাবাজির একটি মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর মোজাম্মেলকে থানায় আনা হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুদ্দিন চৌধুরীর ভাষ্য, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে মোজাম্মেলকে পুলিশ পরিচয়ে উঠিয়ে নেওয়া হয়।
সামসুদ্দিন চৌধুরী বলেন, মিরপুর থানার পুলিশ প্রথমে মামলার কথা বলেনি। থানায় নেওয়ার পর মোজাম্মেলকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের কথা জানায়। মোজাম্মেলের বিরুদ্ধে আগে কখনো কোনো থানায় জিডি পর্যন্ত হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মোজাম্মেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দুলাল নামের এক ব্যক্তি একটি মামলা করেছেন। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, দুলাল নামের এক ব্যক্তি গতকাল থানায় চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা করেন। মামলার নম্বর ১৪। এই মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির মামলায় মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য তাঁকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করা হতে পারে।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ডিসি স্যারের নির্দেশ আছে। কথা বলা যাবে না।’
জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, চাঁদাবাজির মামলায় উল্লেখ থাকা মোবাইল নম্বর অনুযায়ী মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র : প্রথম আলো
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি :: দেশের যাত্রী অধিকার আন্দোলনের স্বপ্নদষ্ট্রা “বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি” মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনের নের্তৃবৃন্দ।
আজ ৬ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার বিকালে সিএইচটি মিডিয়াতে প্রেরিত বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ জাতীয় সংসদে পাস হওয়ার কয়েকদিন আগে পরিবহন সেক্টরের সবচেয়ে বড় ষ্টক হোল্ডার ১৬ কোটি যাত্রীর প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে মিরপুর মডেল থানার একটি মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার মাধ্যমে দেশের যাত্রী সাধারণের প্রতিবাদের কণ্ঠকে বন্ধ করতে চায় সরকার। সড়ক পরিবহন আইনে যাত্রীস্বার্থ উপেক্ষিত করে মালিক-শ্রমিক-সরকার মিলেমিশে নিজেদের স্বার্থে আইন তৈরি করার চেষ্টা করছে বলে দাবী করে সংগঠনটি।
বিবৃতিতে এ ঘটনায় তীব্র্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান সংগঠনের নের্তৃবৃন্দরা।
উল্লেখ্য যে, গতকাল বুধবার রাত ৩ টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার আদালতে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো.মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করায় রাঙামাটি যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। অবিলম্বে মো.মোজাম্মেল হক চৌধুরী’র মুক্তির দাবি জানান সংগঠনের সহ-সভাপতি জুঁই চাকমা।