শনিবার ● ৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আমলনামা দেখেই মনোনয়ন : ওবাইদুল কাদের
আমলনামা দেখেই মনোনয়ন : ওবাইদুল কাদের
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১০মি.) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দিনে যার জনপ্রিয়তা বেশি রয়েছে শেখ হাসিনা তাকেই মনোনয়ন দেবেন। সবার আমলনামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে। কেউ লাফালাফি করে মনোনয়ন পাবেন না। যার গ্রহণযোগ্যতা রয়েছে তিনিই আওয়ামী লীগের প্রার্থী হবেন।
তিনি আরো বলেন, আগামীতে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মার্কা ভোট দিয়ে শেখ হাসিনার হাত কে শক্তিশালি করে দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য সকল আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে ভেদাভেদা ভুলে এক সঙ্গে কাজ করতে হবে।
আজ শনিবার ৮ সেপ্টেম্বর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ট্রেনে করে উত্তরবঙ্গ সফরে আসেন। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সফরে অন্যদের মধ্যে ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি.এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো. ইসরাফিল আলম প্রমুখ।