রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় শিক্ষকদের চাকুরী সরকারি করনের দাবীতে মানববন্ধন
গাইবান্ধায় শিক্ষকদের চাকুরী সরকারি করনের দাবীতে মানববন্ধন
গাইবান্ধা প্রতনিধি :: (২৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৬মি.) চাকুরী সরকারি করণের দাবীতে গাইবান্ধা জেলা প্রসাশক কার্যলয়ের সামনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে আজ রবিবার এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রসাশক গৌতম চন্দ্র পালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়। এর আগে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমন্বয়কারী আতাউর রহমান, কেন্দ্রীয় কমিটি যুগ্ম-আহবায়ক আইয়ুব হোসেন ও জেলা আহবায়ক মুসা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে বাদপরা যাচাই-বাছাইকৃত, যাচাই-বাছাই প্রক্রিয়াধীন, ২০১২ সালের ২৪ মে পূর্বে দলিলকৃত সকল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত ২৪ হাজার শিক্ষকের চাকুরী সরকারি করণের দাবী জানান। শুধু তাই নয়, শিক্ষকরা রাস্তায় বসে এবং শুয়ে পড়ে অবিলম্বে চাকুরী জাতীয়করণের কথা উল্লেখ করেন।