রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে ওসি’র আলোচনা
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে ওসি’র আলোচনা
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৪মি.) রাউজান পূর্বগুজরা ইউনিয়ন এর আওতাধীন গাউসিয়া কমিটি সড়ক পথে নিরাপদে চলতে, ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক দূর্ঘটনা, জঙ্গিবাদ, মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল বিষয়ক এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের জামিয়া মাদানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আলোচনা করেছেন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দোলাল আকন্দ। আজ রবিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে তিনি এই আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফিজ ফয়জুর রহমান, মাওলানা হাসান বিন ফাহিম, হাফিজ শওকত আলী, মাওলানা জিয়াউল হক, হাফিজ মাওলানা আমানুল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর উপজেলা সদরের রামসুন্দর রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আলোচনার মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম। পর্যায়ক্রমে উপজেলার সব কয়টি স্কুল-কলেজ ও মাদ্রাসায় এই কার্যক্রম পরিচালনা করা হবে।