সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » ফ্যাসিস্ট অবৈধ সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে : নাসিম হোসাইন
ফ্যাসিস্ট অবৈধ সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে : নাসিম হোসাইন
সিলেট প্রতিনিধি :: (২৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৭মি.) সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন বলেছেন- ‘ফ্যাসিস্ট অবৈধ সরকার শুধু গণতন্ত্রকে ধ্বংসই করেনি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করার জন্য সুগভীর ষড়যন্ত্র করছে।
দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে একটি ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে আটকে রেখে আওয়ামী সরকার তাঁকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এধরনের কর্মকান্ড আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
তিন বারের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সরকারের এমন হিংস্র আচরণ বাকশালী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। অন্যথায় গণবিষ্ফোরণে তাঁর মুক্তি নিশ্চিত করে বাকশালীদের বিদায় ঘন্টা বাজিয়ে দেয়া হবে’।
আজ সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিতের দাবীতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিশাল মানববন্ধন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
মানববন্ধনটি সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা ১টার দিকে সমাপ্ত হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন উপরোক্ত কথা বলেন।
মানববন্ধনে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল হাকিম চৌধুরী, ওসমান গনি, মহানগর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, নিহার রঞ্জন দে, মহানগর উপদেষ্ঠা সৈয়দ বাবুল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিএনপি নেতা বদরুদ্দোজা বদর, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, জেলা সাংগঠনিক আবুল কাশেম, মহানগর দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, জেলা শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রম সম্পাদক ইউনুছ মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী, জেলা ধর্ম সম্পাদক আল মামুন খান,
তাতী সম্পাদক ওহিদ তালুকদার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজী, মহানগর বিএনপির সহ-কোষাধ্যক্ষ শেখ মু. ইলিয়াস আলী, জেলা সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-দফতর সম্পাদক এম. এ মালেক, সহ-আইন সম্পাদক আমিন উদ্দিন, সহ-শিশু সম্পাদক দেলোয়ার হোসেন জয়, মহানগর সহ-কুটির শিল্প সম্পাদক খোকন ইসলাম, জেলা সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক সিরাজুল ইসলাম, মহানগর সহ-যোগাযোগ সম্পাদক উজ্জর রঞ্জন চন্দ, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ-পল্লী উন্নয়ন আব্দুস সবুর, জেলা ও মহানগর সদস্য মোতাহির আলী মাখন প্রমুখ। মানববন্ধনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন।