মঙ্গলবার ● ১১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » আদিবাসি কোটা বহাল রাখার দাবিতে গাজীপুরে মানববন্ধন
আদিবাসি কোটা বহাল রাখার দাবিতে গাজীপুরে মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৪মি) আদিবাসি কোটা বহালের দাবিতে আদিবাসি নিগোষ্টির ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীকে স্মারকলিপি প্রধান করেন।
সম্মিলিত আদিবাসী পরিষদের সহ সভাপতি খগেন্দ্র সিংহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কোচ রুবেল মন্ডলের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন কেন্দ্রিয় কমিটির সহ সাধারণ সম্পাদক রুপচান বর্মণ, গাজীপুর নৃ-তাত্ত্বিক আদিবাসী জনগোষ্ঠী সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ণ বর্মণ, গাজীপুর সম্মিলিত আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক যিশাইয় গাবিল, শ্রীপুর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত মারাক, বাংলাদেশ বর্মন কোচ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ বর্মণ, বাংলাদেশ বর্মন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুলতা বর্মন, কালিয়াকৈর বর্মন কোচ ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুমন বর্মণ ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সৈকত সাংমা প্রমূখ।