বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে আলোক ফাঁদ স্থাপন উৎসব
বাগেরহাটে আলোক ফাঁদ স্থাপন উৎসব
বাগেরহাট অফিস :: (২৯ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৭মি) উদ্ধুদ্ধকরণের মাধ্যমে পরিবেশ বান্ধব উপায়ে ধানের ক্ষতিকারক পোকা দমনের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে আলোক ফাঁদ স্থাপন উৎসব। সারা দেশে একযোগে পালিত হয়েছে এ আলোক ফাঁদ স্থাপন উৎসব।
উপজেলার পৌরসভা ,দোনা ও বলইবুনিয়া ব্লকে আলোক ফাঁদ স্থাপন উৎসবের উদ্ধোধন করেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) অমিতাভ কুমার মন্ডল । শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সিফাত –আল-মারুফ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মেজবাহ আহমেদ, সদর ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার জাকির হোসেন, বলইবুনিয়া ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান,দৈবজ্ঞহাটী ব্লকের মশিউর রহমান।
উপজেলা কৃষি অফিসার অনুপম রায় জানান, আলোক ফাঁদ স্থাপনের মাধ্যমে ফসলের মাঠে অবস্থিত উপকারী অপপকারী পোকা মাকড় শনাক্তকরণ সহজ হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন সহজ হয়। ১৬ ইউনিয়ন ও ১ পৌরসভা সহ ৪৯ টি ব্লকে অনুষ্ঠিত একযোগে এ উৎসব পালিত হয়েছে।