বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খেলার মাধ্যমে সম্প্রীতির বন্ধন সু-দঢ় হয় : পার্থ ত্রিপুরা জুয়ল
খেলার মাধ্যমে সম্প্রীতির বন্ধন সু-দঢ় হয় : পার্থ ত্রিপুরা জুয়ল
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৯ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি) শিক্ষার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীর আমলেই দেশ ব্যাপী ব্যাপক হারে খেলা ধুলার প্রসার ঘটেছে। খেলা ধুলার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রিড়া মন্ত্রনালয়ের মাধ্যমে বিভিন্ন প্রকার কর্মসূচী হাতে নিয়েছে, এই কর্মসূচীকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে আরো বলেন, পাহাড়ে ব্যপক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০১৮ এর ফাইনাল খেলায়, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্টান পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রভাবশালী তরুণ সদস্য, যুব সমাজের প্রতিনিধি পার্থ ত্রিপুরা জুয়েল এসকল কথা বলেন। দেশকে ভালবেসে মুক্তিযোদ্ধারা জিবণ বাজি রেখে যুদ্ধ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, খেলা-ধূলা সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধনকে সু-দৃঢ় করে। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য পার্থ ত্রিপুরা জুয়ল চাকমা আরো বলেন-খেলার মাধ্যম মানুষের মধ্য বিশ্বাস সৃষ্টি হয় ও এবং মাদকমুক্ত সমাজ গড়ে ওঠে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেম, পা.জে.প সদস্য সতীশ চন্দ্র চাকমা সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা,৫নং উল্টাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান বিজয় চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব ও যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।
আজ বৃহস্পতিবার ১৩সেপ্টেম্বর বিকাল ৩ টায় পানছড়ি উপজেলা মাঠে ১নং লোগাং ইউপি বনাম ৩নং পানছড়ি সদর ইউপি দলের মাঝে ফাইনাল খেলায় অনুষ্টিত হয়। ট্রাইবেগারে ৩নং পানছড়ি ইউনিয়ন একাদশ ১নং লাগাং ইউনিয়ন একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে জয় পায় ৩নং পানছড়ি সদর ইউপি একাদশ।