বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » তিস্তার পানি বৃদ্ধি, হাজারও পরিবার পানিবন্দি
তিস্তার পানি বৃদ্ধি, হাজারও পরিবার পানিবন্দি
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (২৯ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৫মি) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা ঢলে এবং অবিরাম বর্ষণের কারনে পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে হাজারও পরিবার। চরাঞ্চলের রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে গেছে। গৃহপালিত পশুপাখি নিয়ে পানিবন্দি পরিবারগুলো বিপাকে পড়েছে। অনেকে উচুস্থানে, আশ্রয় কেন্দ্রে এবং পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে থেকে হঠাৎ তিস্তার পানি বাড়তে শুরু করে। ২৪ ঘন্টার ব্যাবধানে প্রায় ৪ ফুট পানি বৃদ্ধি পায়। এরফলে উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলের প্রায় হাজারও পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বেলকা ইউনিয়নের নাহিদুল ইসলাম জানান, যে হারে পানিবৃদ্ধি পাচ্ছে তাতে করে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, হঠাৎ পানি বেড়ে যাওয়ায় তার ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে । এখন পর্যন্ত সরকারি বেসরকারিভাবে কোন প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নরুন্নবী সরকার জানান, ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে পানিবন্দি পরিবারদের খোঁজ খবর নেয়া হচ্ছে। বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।