![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শুক্রবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » ড. হাছান মাহমুদের সাথে রাঙ্গুনিয়া ষ্টুডেন্ট ফোরামের সৌজন্য সাক্ষাত
ড. হাছান মাহমুদের সাথে রাঙ্গুনিয়া ষ্টুডেন্ট ফোরামের সৌজন্য সাক্ষাত
রাঙ্গুনয়িা প্রতিনিধি :: (৩০ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৫মি) আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি’র সাথে গতকাল বৃহস্পতবিার ১৩ সেপ্টেম্বের সৌজন্য সাক্ষাৎ করে ফুললে শুভচ্ছো জানান রাঙ্গুনয়িা স্টুডন্টেস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাঙ্গুনয়িার প্রায়ই চার শতাধিক শিক্ষার্থীরা বিভিন্নি দাবী-দাওয়া ও রাঙ্গুনয়িার বিভিন্ন স্তররে সমস্যা সমাধানের দাবী তুলে ধরনে তারা। ড. হাছান মাহমুদ তাদের সকল সমস্যা দূরীকরণরে প্রতশ্রিুতি দেন।
এসময় ফোরামরে সাবেক আহবায়ক শাহাদাত হোসাইন জুয়লে, মইনুল ইসলাম রাসলে, সাবকে সহ- সভাপতি যীশু বড়ুয়া, শপিন কৃষ্ণ দবে, র্বতমান পরিষদের সভাপতি আজজিুল মোস্তফা, সনিয়ির সহ- সভাপতি আব্দুল মুবনি বাবর, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, সাংগঠনকি সম্পাদক কাদরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।