শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩১মি) খাগড়াছড়ি জেলা সদর উপজেলার চার মাইল এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের পাশে চার মাইল এলাকায় একটি পাহাড়ের উপরে পরিত্যক্ত ঘরে যৌথবাহিনী অভিযান চালায় ।
এই সময় কাউকে আটক করতে না পারলেও ঘটনাস্থল থেকে একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ৬রাউন্ড পিস্তলের এ্যামুনিশন ও ম্যাগাজিন এবং ৩ রাউন্ড কার্তুজসহ একটি এলজি, চাঁদা আদায়ের রশীদ, কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও ব্যক্তিগত ব্যবহার্য্য সামগ্রী উদ্ধার করা হয়।