শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা বিভাগ » সরকার প্রধান প্রতিপক্ষের উপর দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সরকার প্রধান প্রতিপক্ষের উপর দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
নারায়নগঞ্জ প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী ও পলিট ব্যুরোর অপর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, সরকারের বোধদয় খুবই জরুরি যে, বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আওয়ামী লীগ সরকারের আরেকটি নির্বাচনের তকমা মঞ্চস্থের কোনো অবকাশ নেই।
সরকার প্রধান প্রতিপক্ষের উপর দমন-নিপীড়ন অব্যাহত রেখে এবং বেগম খালেদা জিয়াকে জেলে রেখে এবারও যেভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চায় তা দেশে-বিদেশে কোন গ্রহণযোগ্যতা পাবে না।
নেতৃবৃন্দ বলেন, সরকার যখন রাষ্ট্রীয় খরচে সরকারি দলের নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছে- তখন বিরোধীদলকে প্রতিদিন রাষ্ট্রীয় সন্ত্রাস মোকাবিলা করতে হচ্ছে।
এটা কোন গণতন্ত্রই নয় এবং গণতান্ত্রিক পরিবেশও নয়। বাংলাদেশের কথিত উন্নয়নে দেশের ধারা অব্যাহত রাখতে হলে নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত না রাখলে আমাদের সকল অর্জন মুখ থুবড়ে পড়বে।
তফসিল ঘোষণার পূর্বেই সরকারকে পদত্যাগ করে বিদ্যমান সংসদ ভেঙ্গে দেয়া সহ নির্বাচনকালীন তদারকি সরকার গঠন ও নির্বাচন কমিশন সংস্কারের দাবীতে গতকাল শুক্রবার বিকেলে চাষাড়া শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে অনুষ্ঠিত জনসভাতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রায় সবকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন যৌথভাবে গার্মেন্টস শ্রমিকদের জন্য যে ১৬ হাজার টাকা বেতনের দাবী করেছে তা একটি শ্রমিক পরিবারকে বেঁচে থাকার ক্ষেত্রে খুব একটা স্বাচ্ছন্দের মুখ দেখাবেনা। তারপরও সেই ১৬ হাজার টাকা মজুরী নির্ধারণ নিয়ে মালিক পক্ষের গড়িমশি কোন ভাবেই বরদাস্ত করা যায় না। সকল প্রকার তালবাহানা ত্যাগ করে নেতৃবৃন্দ অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ১৬ হাজার টাকা মজুরী নির্ধারণ করার জোর দাবী করেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন এর সভাপতিত্বে জনসভাতে বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রমিকনেতা এড মাহবুবুর রহমান ইসমাইল, নারীনেত্রী রাশিদা বেগম, শহিদুল আলম নাননু, সাইফুল ইসলাম, রোকসানা বেগম ও আল আমীন প্রমূখ।