শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় নাশকতার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার
গাইবান্ধায় নাশকতার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মী গ্রেফতার
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৪মি) গাইবান্ধার পলাশবাড়ীতে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালায়। এসময় হরিনাথপুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওহাব ও বরিশাল ইউনিয়নের জামায়াতের সেক্রেটারী রুহুল আমিনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউপি’র জামালপুর গ্রামের সাহেদ আলীর ছেলে রুবেল ইসলাম (৩০), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান (৩০), হরিনাথপুর ইউপি’র কিশামত কেওয়াবাড়ী গ্রামের মৃত নজর হকের ছেলে আব্দুল ওহাব (৫০), তালুকজামিরা গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মজিদ (৫২), মহদীপুর ইউপি’র কেত্তারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের চেলে আব্দুল হালিম রানা (৩০), চন্ডিপুর গ্রামের মফছেল আলমের ছেলে ফিরোজ কবির (২৫) ও বরিশাল ইউপি’র পশ্চিম গোপিনাথপুর গ্রামের মৃত এরফান আলীর ছেলে রুহুল আমিন (৩৩)।
এছাড়া নাশকতা পরিকল্পনার অভিযোগে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল করিমকে আটক করেছে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নাশকতার পরিকল্পনা করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।