রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড : ব্যাপক ক্ষয়ক্ষতি
পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড : ব্যাপক ক্ষয়ক্ষতি
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৮মি) খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮ দিকে আগুনের সূত্রপাত ঘটে। এতে বাজারের দেবালয় অনুকূল ঠাকুরের আশ্রম,আইসক্রীম ফ্যাক্টরি,লেপ তোষকের দোকানসহ প্রায় ২০-২৫ টি বসত বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। আগুন লাগার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনতা আগুন নেভানোর চেষ্টা করে।
আগুনে সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত করতে না পারলেও প্রাথমিক ভাবে ধারণা করা হয় লেপের দোকান থেকে আগুন সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একটি আইসক্রীম ফ্যাক্টরি,লেপ-তোষকের দোকানসহ প্রায় ২০-২৫ টি দোকান মুর্হূতের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। পানছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগার খবর পেয়ে খাগড়াছড়ি জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রওনা হয়ে রাত ৯ টা ১৫ মিনিটের দিকে পানছড়ি বাজারে ফায়ার সার্ভিস পৌছাই।
পানছড়ির ইউপি চেয়ারম্যান নজির মাহমুদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, স্থানীয় জনতা ও বাজার ব্যবসায়ীদের একান্ত প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি হওয়ায় স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে উঠে।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) আবুল হাশেম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা ছাড়িয়ে যাবে।