রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজশাহী » মাইক্রোবাসের ধাক্কায় ৫ হাজার ডিম নষ্ট
মাইক্রোবাসের ধাক্কায় ৫ হাজার ডিম নষ্ট
রাজশাহী প্রতিনিধি :: (১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৯মি) আজ রাজশাহী নগরীর ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ডিম বাহি একটি ভ্যাণ উল্টে যায়। ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিউ মার্কেট এলাকার এনআরবি ব্যাংকের বিপরীতে এ ঘটনায় ভ্যানের প্রায় পাঁচ হাজার ডিম নষ্ট হয়ে গেছে।
ডিমগুলো ভ্যান যোগে উপশহর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো। সাহেব বাজার এলাকার আমান গ্রুপ থেকে। উপশহর এলাকায় ডাবলু নামের খুচরা ও পাইকারী বিক্রেতার ডিমগুলো ছিলো।
ডিমগুলো নিতে আসা ব্যবসায়ী ডাবলুর কর্মচারী রহিদুল জানায়, ডিমগুলো নিয়ে যাওয়ার সময় একটি বেপরোয়া মাইক্রোবাস এসে সাইড থেকে ধাক্কা দেয়। এতে করে ভ্যানটি উল্টে যায়। এতে করে ভ্যান চালকও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
তিনি আরো বলেন, ভ্যানে ডিম ছিল ছয় হাজার। যার দাম ৪৫ থেকে ৪৮ হাজার টাকা দাম। এর মধ্যে এক হাজারের মত দিন ভালো আছে। আর বাকিগুলো ভেঙে গেছে। তবুও যে ডিমগুলো হালকা ভালো আছে সেগুলো বালতিতে নেওয়া হচ্ছে। আর নষ্টগুলো ফেলে দেওয়া হয়েছে।
শিরোইল পুলিশ ফাঁড়ির এএসআই মনসুর রহমন জানায়, ঘটনাশুনে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আগেই মাইক্রোবাসটি পালিয়ে যায়। সিটি করপোরেশনে খবর পাঠানো হয়েছে। পরিচ্ছন্ন কর্মীরা এসে রাস্তা পরিস্কার করবে বলে জানান তিনি।