রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারা রিজিয়ন কমান্ডারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
গুইমারা রিজিয়ন কমান্ডারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২২মি) যে কোন এলাকার উন্নয়নমুলক কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বপ্রথম দরকার সংস্লিষ্ট এলাকার সার্বিক নিরাপত্তা মন্তব্য করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম পিএসসিজি বলেন, পার্বত্য জনপদে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মাঝে শান্তি, সম্প্রীতি বজায় রেখে নানামুখী উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন স্বার্থন্বেষীমহল অপ-প্রচারের মাধ্যমে পার্বত্যাঞ্চলের জাতিগোষ্টিকে প্রভাবিত করে সেনাবাহিনীর জনকল্যাণমুলক কার্যক্রমকে ম্লান করে দিতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে সাংবাদিক সমাজসহ সকল পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গকে সচেতন থাকার আহবান জানান তিনি।
আজ রবিবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে গুইমারা রিজিয়ন সদর সম্মেলন কক্ষে ৪ উপজেলার আমন্ত্রিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় গুইমারা রিজিয়নের জিএসও-২(ইন্ট) মেজর মো. মঈনুল আলম, ২৪ আর্টিলারী ব্রিগেড জিএসও-২ (শিক্ষা) মেজর মোহাম্মদ পারভেজ উপস্থিত ছিলেন।
সভায় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম পিএসসিজি আরো বলেন,সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক,একমাত্র তারাই পারেন সত্য ও বস্তুনিঠ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার নিরাপদ পরিবেশ যারা বিনষ্ট করতে চায় তাদের মুখোশ উন্মোচন করতে এবং দেশের নিরাপত্তা, অখন্ডতা,ষড়যন্ত্রমুলক অপপ্রচারের হাত থেকে পার্বত্যঞ্চলকে রক্ষা করতে। সে জন্যে সাংবাদিক সমাজকে দেশের স্বার্থে আরো দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানান তিনি।
সভায় সাংবাদিকদের মধ্যে মোবারক হোসেন, তালাত মাহমুদ, নিজাম উদ্দিন, করিম শাহ, এম সাইফুর রহমান, আব্দুল আলী,নুরুল আলম, দিদারুল আলম, এম এম জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন জয়নাল,সাইফুল ইসলাম, শাহ আলম, অন্তর মাহমুদ ও সাগর চক্রবর্ত্তী কমল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে আমন্ত্রিত সাংবাদিকদের হাতে শুভেচ্ছা উপহার প্রদান করেন গুইমারা রিজিয়ন কমান্ডার।