মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে আহত-১০
পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে আহত-১০
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.২০মি) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের হাসপাতাল সংলগ্ন সবরিরতল এলাকায় গাইবান্ধাগামী আল্লারদান পরিবহন (ঢাকা মেট্রো-জ-২৬৮০) বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাস চালক ও হেলপার পালিয়ে যায়।
এতে উপজেলার বেতকাপা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানসহ ১০ জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি।
পলাশবাড়ী থানা পুলিশ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান দূর্ঘটনায় ১০ জন যাত্রী আহতের খবর নিশ্চিত করেন ।