মঙ্গলবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে মতবিনিময় সভা
আত্রাইয়ে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে মতবিনিময় সভা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৩ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৩মি.) নওগাঁর আত্রাইয়ে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অাজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব এবাদুর রহমান প্রামানিক।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং, জানবক্স সরদার, আব্দুল মান্নান মোল্লা, শফিকুল ইসলাম বাবু, আব্দুস শুকুর সরদার, আল্লামা শের ই বিপ্লব ও নাজমুল হক নাদিম প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ভিক্ষুকেরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতি তাঁর সমাপনী বক্তৃতায় ভিক্ষাবৃত্তি ছেড়ে দিতে বললে ভিক্ষুকেরা সমস্বরে বলেওঠে আমাদেরকে হাঁস, মুরগী, গরু, ছাগল দেন আমরা ভিক্ষা করা ছেড়ে দিয়ে এগুলো পালন করে চলবার চেস্টা করব। এবিষয়ে সভাপতি তাদেরকে আশ্বস্থ করেন।