বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মান প্রকল্প উদ্বোধন
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মান প্রকল্প উদ্বোধন
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি :: (৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১২মি.) ভারত হতে পাইপলাইনের মাধ্যমে সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলওয়ে হেড ওয়েল ডিপোতে জ্বালানী তেল আমদানীর লক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মান প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় পার্বতীপুর উপজেলা পরিষদ হল রুমে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দু’দেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও শ্রী নরেন্দ্র মোদীর মতবিনিময় শেষে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কলে যুক্ত হন দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মোহাম্মাদ আঃ ছবুর।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মোহাম্মাদ আঃ ছবুর, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পন্ডিত , পুলিশ সুপার সাইম, যুগ্ন সচিব আমজাদ হোসেন চৌধুরী, উপ-সচিব আকরাম-উজ্জামান, পদ্মা ওযেল কোম্পানীর এমডি মাসুদুর রহমান, মেঘনা ওয়েল কোম্পানীর এমডি মীর সাইফুল্লাহ আল-খালিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেহানুল হক ও রেলওয়ে হেড ওয়েল ডিপো ইনচার্জ মো. হেমায়েত আলীসহ আরও অনেকে।
১৩০ কিলোমিটার দীর্ঘ ইন্ডিয়া- বাংলাদেশ ফ্রেন্ডশিপ’ পাইপ লাইনের ভারত অংশ থাকবে ৫ কিলোমিটার এবং বাংলাদেশের অংশে থাকবে ১শ’ ২৫ মিটার। আগামী আড়াই বছরের মধ্যেই এ নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া অনুষ্ঠানে ঢাকা-টঙ্গী সেকশনের তৃতীয় ও চর্তুথ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশন ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পেও উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
আগামী আড়াই বছরের মধ্যে ভারতের শিলীগুড়ি হতে পার্বতীপুর রেলওয়ে হেড অয়েল ডিপো পর্যন্ত ১৩৫ কিঃমিঃ এ প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরের ৮ জেলায় জ্বালানী তেল সংকট হবে না বলে উল্লেখ্য করেন প্রধানমন্ত্রী। পরে দেশ জাতীর মঙ্গলকামনা করে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য দোয়া করা হয়।