বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা
আত্রাইয়ে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৯মি.)নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান বুরো‘র ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেইজ প্রকল্পের আওতাধীন খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম। উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপস্থিত ছিলেন এ কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার রহমান, মৎস্য কর্মকর্তা আনোরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আফছার আলী, ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।
আগামী ২২ তারিখ হতে ইউনিয়ন ভিত্তিক ৪৩জন সুপারভাইজার ও ২৩১জন গণনাকারীগণের এক প্রশিক্ষন অনুষ্ঠিত হবে। এবং আগামী ২৭ তারিখ হতে ১৬ অক্টোবর পর্যন্ত গণনা কার্যক্রম চলবে।