বৃহস্পতিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বাড়িঘরে হামলা : ১২ জনকে আসামী করে মামলা দায়ের
নবীগঞ্জে বাড়িঘরে হামলা : ১২ জনকে আসামী করে মামলা দায়ের
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৪মি.) নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুুমপুর গ্রামের কিছু কতিপয় গ্রাম্য মোড়লদের নেতৃত্বে একটি পরিবারের উপর হামলা, চলাচলের একমাত্র রাস্তার উপর নির্মিত ব্রীজ ভেঙ্গে ফেলা ও মারপিটের ঘটনায় ১২জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার আব্দুল কালাম বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৫২১/১৮ । বিজ্ঞ আদালত মামলটি রেকর্ড করে ৩দিনের ভিতরে মামলার রুজু সংক্রান্ত বিষয়ে আদালতকে অবহিত করার জন্য নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মধু মিয়া মেম্বার হত্যাকান্ডে ঘটনায় তাঁর ছেলে মামলা দায়ের করে । সে মামলার সাক্ষী আব্দুল কালাম ও তাঁর ভাই-ভাতিজা। সেই মামলার তদবিরকারক হিসেবে আব্দুল কালাম মামলা পরিচালনা করে আসছেন। হত্যা মামলা আপোষে মিমাংসা করে দেয়ার জন্য আসামীদের কাছে থেকে ৩০ লক্ষ টাকা নেয় রুস্তমপুর গ্রামের মৃত সিকান্দার মিয়ার পুত্র তাজুদ। তাজুদ মিয়া মামলা আপোষের ব্যাপারে আব্দুল কালামকে নানা হুমকি প্রদর্শন করলে কালাম বাদী হয়ে জানমাল নিরাপত্তা জন্য মামলা দায়ের করেন ।
এঘটনার সূত্র ধরে গত (১৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে আব্দুল কালামের স্ত্রী রেলি বেগম তাদের গরুকে ধোয়ার জন্য বাড়ির দক্ষিণের রাস্তায় গেলে ওই গ্রামের জাহির উল্লাহর নিদের্শে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির চারিদিকে ঘেরাও দিয়ে কালামের পরিবারের উপর হামলা ও বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়। সেসময় আব্দুল কালামের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র চলাচলের রাস্তার উপরে নির্মিত পাকা ব্রিজ ভেঙ্গে ফেলা হয়। লুটপাটে স্বর্ণালংকারসহ প্রায় ১ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। হামলার ঘটনায় আব্দুল কালামের স্ত্রী রেলি বেগম গুরুতর হন। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ফের হামলার আতংকে আব্দুল কালামের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়ের স্কুলে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে।
এদিকে এঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।