শনিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » আত্রাইয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা
আত্রাইয়ে ঐতিহ্যবাহী লাঠি খেলা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৮মি.)নওগাঁর আত্রাইয়ে ‘পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার’ উদ্যোগে আজ শনিবার বিকালে উপজেলার মাড়িয়া পূর্বপাড়া মাঠে আবহমান বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এস এম হাসান সেন্টু, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মাহাতাব উদ্দিন ওসাবেক পরিচালক আজিজুল রহমান পলাশ আত্রাই প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, মনিয়ারী ইউনিয় আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.আব্দুর রাজ্জাক রাজা, সাধারণ সম্পাদক মো.খয়বর রহমান ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম,প্রমূখ।
খেলায় আত্রাই, নাটোর ও রাতোয়াল থেকে আগত তিনটি দল অংশগ্রহণ করেন। লাঠি খেলাটি দেখতে কয়েক গ্রামের শত শত দর্শকের সমাগম ঘটে।
খেলা শেষে খেলোয়ারদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।