বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » বিজয় দিবসে ভারতে বনপা’র চট্টগ্রাম জেলার সভাপতি কর্নেল দিদারের ভাষণ
বিজয় দিবসে ভারতে বনপা’র চট্টগ্রাম জেলার সভাপতি কর্নেল দিদারের ভাষণ
শাহাদাৎ আশরাফ :: বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সাব-সেক্টর কমান্ডার কর্ণেল (অবঃ) দিদারুল আলম (বীর প্রতীক) সন্দ্বীপ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ভারত সরকারের অামন্ত্রণে গত ১৪ ডিসেম্বর ভারতে যান । ভারতে তিনি যে সব ব্যক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের জনসাধারনের জন্য আংশিক তুলে ধরা হল : প্রিয় ভারতবাসী ও উপস্থিত সজ্জন সাথিওন,হামারা সালাম ও নমস্কার স্বীকার করুন। বাংলা ও হিন্দি দোনো বহুত নজদিগি ভাষা। ৮০ প্রতিশদ শব্দ মিলতে জুলতে হায়। এস লিয়ে হামি আংরেজি মে না বলে দোনো ভাষাকে মিলা জুলাকে আপকে সামনে বাতচিত করব।
এই বিজেয় দিবস ম্যা আমন্ত্রিত করে আপনারা হামদের বহুত সম্মানিত করেছেন। এ জন্য হামারা বহুত খুশি হয়েছি। ১৯৭১ সাল মে কান্দ মে কান্দ লাগায়ে হামারা যুদ্ধ করেছি। আপনারা হামাদের কোটি কোটি শরণার্থী কো রহেনে কে লিয়ে স্থান দিয়া, ঘর দিয়া। খানা দিয়া। আর হামরা যারা মুক্তি যোদ্ধা ছিলাম তাদের হাতিয়ার দিয়া। গোলা বারুদ দিয়া। প্রসিখসন দিয়া। রেশন দিয়া। কাপরা দিয়া। হামাদের মুক্তি সংগ্রামের কোথা সারা দুনিয়া কো বাতায়া। সোভিয়েত রাশিয়া কো হামাদের মুক্তি সংগ্রামে সামিল কিয়া। আপনাদের সেনারা হামাদের আজাদি কে লিয়ে লড়া। প্রাণ দিয়া। পাকিস্তান কি সাথ এক বহুমুখী যুদ্ধ লড়া। পাকিস্তান কো বুড়ি তরা হারাইয়া। হামারা তা আজ শ্রদ্ধাকে সাথ সরণ করছি। দিলচে ধন্যবাদ জানাচ্ছি।
আজ হাম ঐহি সময় কা ভারতীয় নেতাও কো শ্রদ্ধা ভরে স্যালুট করছি। মহান নেতা ইন্দিরাজি, সেনা নায়ক জেনারেল মানিক শা, লে জেনারেল জগ সিং অরোরা আর পশ্চিমই বাঙ্গাল কা জনতা কো সালাম করছি। পসচিমি বাঙ্গাল কি পত্রকার লোগো কো বিশেষ করে সরণ করছি; তাঁরা হামাদের যুদ্ধের খবর সারে দুনিয়া তক পুঁছাইয়া। দেব দুলালজি কা সংবাদ পড়নে কা আলগ কিসিম কা এক তরিকা থা। যা মুক্তি যুদ্ধা কে লিয়ে এক বহুত বড় প্রেরণা ছিল।
হামারা দোনো দেশ এক সাথ কান্দা কান্দা মিলায়ে আগে বারেঙ্গে। ইয়ে হামার কামনা হায়। হামাদের বর্তমান সরকার ভারত সরকার কে সাথ বহুমুখী যোজনা হাতে নিয়েছে। ছিট মহল কা বাথই খতম আব। নদীয়া কে পানি বণ্টন, বিজলিকা প্রোজেক্ট, ট্রান্সপোর্টেসান মিলাকে বহুত বহুত যোজনা এক সাথ করবে।
আব সব কো হামারে সালাম আওড় নমস্তে।