সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র লিমন হত্যার রহস্য উন্মোচিত
চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র লিমন হত্যার রহস্য উন্মোচিত
গাইবান্ধা প্রতিনিধি :: (৯ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০১মি.) গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলার শীতল গ্রামের চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র লিমন হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। হত্যাকান্ডের নেপথ্যে রয়েছে প্রেমে বাঁধা হয়ে দাঁড়ানোর ঘটনা। থানা পুলিশের সঠিক পদক্ষেপে এ হত্যাকান্ডের ২৬ দিনের মাথায় উন্মোচিত হলো শিশু লিমন হত্যাকান্ডের মূল রহস্য। আটক হলো ঘটনার সাথে জড়িত ৫ যুবক। গ্রেফতারকৃতরা হলেন, নেদু মন্ডলের পুত্র হারুনুর রশিদ (২২) ও আব্দুর রশিদের পুত্র তৌফিক প্রধান (১৯), ওই গ্রামের বেলাল হোসেনের পুত্র নূর আলম (২৪), আব্দুল মজিদ প্রধানের পুত্র সাজু মিয়া (২৫), রফিকুল ইসলাম প্রধানের পুত্র পাপলু প্রধান (১৯)
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন সাংবাদিকদের জানিয়েছে, গত ২৮ আগস্ট গোবিন্দগঞ্জ উপজেলার শীতল গ্রামে অপহরণ করে খুন হয় শিশু লিমন। তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে গাজীপুরের জয়নগর এলাকায় পালিয়ে থাকা হারুনুর রশিদ নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে হারুন এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়।
ঘাতকদের দেয়া জবানবন্দি থেকে জানা যায়, শিশু লিমনের বড় বোনকে বার বার প্রেমে প্রস্তাব দিয়ে বিফল হয় একই গ্রামের কে নিয়ে হত্যা করার সিন্ধান্ত নেয় তারা। গত ২৭ আগস্ট সন্ধ্যায় শিশু লিমনকে অপহরণ করে পাশ্ববর্তী একটি জঙ্গলের মধ্যে নিয়ে জীবিত অবস্থাতেই লিমনের অন্ডকোষ কেটে ফেলে এরপর ঘাতক হারুন লিমনকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। পরদিন সকালে পুলিশ নিহত লিমনের লাশ উদ্ধার করে।
আদালতে ঘাতকদের দেয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে ও মামলার তদন্তের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, শিশু লিমনকে জবাই করে হত্যাকারীদের গত ২২ সেপ্টেম্বর আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
উল্লেখ্য চলতি বছরের ২৭ আগষ্ট সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট ইউনিয়ন এর শীতল গ্রামের লুৎফর রহমানের পুত্র লিমন (১০) নিখোজ হয় পরদিন পাশ্ববর্তী জঙ্গল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে লিমনের বাবা মা সহ এলাকাবাসী ও সহপাঠিরা হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়েছেন।