সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিথী তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে অাত্মসাতের অভিযোগ
লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিথী তঞ্চঙ্গ্যার বিরুদ্ধে অাত্মসাতের অভিযোগ
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (৯ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১২মি.) লামা সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষা সামগ্রী ক্রয়ে অণিয়মের অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক বিথী তঞ্চঙ্গ্যাকে অভিযুক্ত করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
আজ ২৪ সেপ্টেম্বর সোমবার ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করে প্রতিবাদ মিছিল সহকারে রাস্তায় নেমে আসে।
মিছিল শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জন্নাত রুমি নিকট অভিযোগ করেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
জানা যায়, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ব্যাবহার করার জন্য সরকারি বরাদ্ধকৃত বিভিন্ন খাতের ৪লক্ষ ২০হাজার টাকা আত্নসাৎ ও অনিয়মের অভিযোগ তুলেছেন একই বিদ্যালয়ের ৬জন শিক্ষক।
প্রধান শিক্ষকের কারনে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিযোগকারি শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ৬শ’র বেশি ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ২৭টি পদের বিপরীতে ১৮টি পদ শুন্য রয়েছে।
সহকারী প্রধান শিক্ষক সহ ৯জন শিক্ষক বর্তমানে কর্মরত আছেন।
অন্যদিকে দীর্ঘদিন থেকে শিক্ষক সল্পতার কারনে খন্ডকালিন গেষ্ট শিক্ষক নিয়ে কোনরকম ভাবে শিক্ষা কার্যক্রম চলমান থাকায় বোর্ড পরিক্ষায় ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল করতে পারছেনা। তাই অভিযোগকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা লামা সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান ফিরিয়ে এনে কোমলমতি ছাত্রছাত্রীদের কে ধবংশের হাত থেকে রক্ষা করার জন্য জোর দাবী জানিয়েছেন।