মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর ও কালীগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
গাজীপুর ও কালীগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৪মি.) গাজীপুর সদর ও কালীগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো একজন।
গতকাল ২৪ সেপ্টেম্বর সোমবার রাতে সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের নাসারান ও কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসই এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার পুনসই গ্রামের মৃত নূর ইসলামের ছেলে তাজুল ইসলাম (৫০), একই গ্রামের হান্নান শেখের ছেলে মামুন শেখ (২৪) এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের নাসারান এলাকার মৃত রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ (৪২)।
কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার মোঃ ইব্রাহিম মোল্লা জানান, সোমবার দিবাগত রাতে একটি নৌকায় করে পুনসই এলাকার বেলাই বিলে মাছ ধরতে যায় তাজুল ইসলাম ও মামুন শেখ। রাত পৌণে ৩টার দিকে তারা বজ্রপাতের শিকার হয়ে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায়। এসময় অন্য নৌকায় মাছ ধরতে যাওয়া লোকজন তাদের দেখতে না পেয়ে পরিবার ও এলাকবাসীকে খবর দেয়। স্থানীয়রা সকালে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
অপরদিকে, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বার মোঃ মুজিবুর রহমান জানান, একই রাতে রথীন্দ্রনাথসহ ৪/৫ জন বাড়ির পাশ্ববর্তী নাসারনের বিলে নৌকায় করে মাছ ধরতে যায়। রথীন্দ্র ছিল নৌকার পেছনে। রাত ৩টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই রথীন্দ্রের মৃত্যু এবং পরি (৪৫) নামে অপর একজন আহত হয়।
কালীগঞ্জ থানার অফিসা ইনচার্জ (ওসি ) মো. আবু বকর মিয়া বলেন, নিহতদের নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তাদের শরীর ঝলসে গেছে।
জয়দেবপুর থানার বাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল আলম বলেন, পরিবারের লোকজনের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।