বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঈশ্বরদীতে আমন সংগ্রহ উদ্বোধন
ঈশ্বরদীতে আমন সংগ্রহ উদ্বোধন
ঈশ্বরদী প্রতিনিধি:: ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, কৃষক দূর্নীতি করে না৷ মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের উত্পাদিত ফসলের ন্যায্য মূল্য প্রদানের ঘোষণা করেছেন৷ তিনি কৃষকদের উত্পাদিত ফসলের ন্যায্য মূল্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷
২৪ ডিসেম্বর বৃহষ্পতিবার ঈশ্বরদী মুলাডুলি সিএসডি খাদ্যগুদামে আমন চাল সংগ্রহ ২০১৫-১৬ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এসব কথা বলেন৷
ভূমিমন্ত্রী শরীফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার৷ কৃষকের মুখে হাসি ফুটাতেই সরকারের উন্নয়ন কার্যক্রম প্রসারিত করছে৷ তিনি বলেন, কৃষকের উত্পাদিত চাল বেশি বেশি সংগৃহীত হলে কৃষকের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত হবে৷ ক্রেতা ও বিক্রেতার আর্থিক স্বচ্ছলতায় গতি আনবে৷ সরকারের সাবসিডি শুধুমাত্র কৃষকের মুখের হাসি, সুখ, স্বাচ্ছন্দ তথা দারিদ্র্য বিমোচনের জন্য৷ মুলাডুলি সিএসডি ৪৬ হাজার মে.টন ধারণ ক্ষমতাসম্পন্ন ৷ গোডাউনে ৮ লাখ ৭০ হাজার ২৪০ বস্তায় ৪৩ হাজার ৪৫১ মে.টন খাদ্যশস্য মজুদ আছে ৷ অভ্যন্তরীণ আমন সংগ্রহের পরিমাণ ৩ হাজার ৬৪১ মে.টন৷ আমন চাল প্রতি কেজি ৩১ টাকা সংগ্রহমূল্য ধার্য্য রয়েছে ৷
ভূমি মন্ত্রী বলেন, সারাবিশ্বে স্বীকৃত প্রাজ্ঞ রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাবিশ্বের আপামর জনগণের দারিদ্র্য বিমোচনে এগিয়ে চলেছেন৷ মন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী, সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান৷