মঙ্গলবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » জাতীয় গণতান্ত্রিক জোট-এনডিএ’র খসড়া ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সংক্ষিপ্ত ৪ দফা কর্মসূচী
জাতীয় গণতান্ত্রিক জোট-এনডিএ’র খসড়া ১১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সংক্ষিপ্ত ৪ দফা কর্মসূচী
সূত্রঃ এনডিএ /০৯-২০১৮/০০০০৩ /পি.আর তারিখঃ ২৫/০৯/২০১৮ ইং
প্রেস বিজ্ঞপ্তি :: ১. আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা; ২. রাজনৈতিক অধিকার (গণতান্ত্রিক সমবাদ) প্রতিষ্ঠা ও নির্বাচনে সকলেরই সহনশীল আচরণসহ সম-নির্বাচনী পরিবেশ তৈরি করা; ৩. ধনী-গরীবের অকল্পনীয় বৈষম্য/ব্যবধান কমিয়ে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা ও ৪. মানবাধিকার ও সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা করার কর্মসূচীর ভিত্তিতে ১৬টি রাজনৈতিক দল একমত পোষণ করে উল্লেখিত ৪ দফা কর্মসূচী যৌথভাবে দেশ ও জনগণের স্বার্থে বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন, এছাড়াও আরও প্রায় ১৫টি রাজনৈতিক দল এনডিএ’র সাথে সংযুক্ত হওয়ার জন্য আলাপ-আলোচনা করছেন, যাদের নাম আগামী আলোচনা সভায় ঘোষণা দেয়া হবে। এনডিএ’র শরীক ও সমমনা রাজনৈতিক দলের নাম তালিকা-
১. বেঙ্গল জাতীয় কংগ্রেস [বিজেসি], ২. সম্মিলিত গণতান্ত্রিক দল- ইউডিপি, ৩. ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী ন্যাপ, ৪. বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ- বাকশাল, ৫. বাংলাদেশ জাতীয় লীগ-বিজেএল, ৬. বাংলাদেশ জাস্টিস পার্টি-বিজেপি, ৭. বাংলাদেশ মানবতাবাদী দল-বিএইচপি, ৮. বাংলাদেশ মাইনোরিটি পার্টি-বিএমপি, ৯. বাংলাদেশ পিপলস্ পার্টি-বিপিপি, ১০. বাংলাদেশ জনকল্যাণ পার্টি-বিজেপি, ১১. দুনিয়া আখেরাত পার্টি-ডিএপি, ১২. স্বাধীন বাংলা সমাজ পার্টি-এসএসপি, ১৩. বাংলাদেশ গ্রীন পার্টি-বিজিপি, ১৪. জাতীয় মুক্তি আন্দোলন-জেএমএ, ১৫. বাংলাদেশ তৃণমূল কংগ্রেস-বিটিসি, ১৬. ইসলামিক ডেমোক্রেটিক পার্টি-আইডিপি।
বঙ্গরতœ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আবুল হোসেন
প্রতিষ্ঠাতা সভাপতি, বিজেসি
ও
জাতীয় গণতান্ত্রিক জোট-এনডিএ
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। গাজী মোস্তাফিজুর রহমান
প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন
সম্মিলিত গণতান্ত্রিক দল- ইউডিপি
ও
সাধারণ সম্পাদক
জাতীয় গণতান্ত্রিক জোট-এনডিএ
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ।