শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে দুর্গা প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
রাঙ্গুনিয়াতে দুর্গা প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৬মি.) শারদীয় দুর্গা পূজা হিন্দু ধর্মাবলম্বীর সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব। মূল আনুষ্ঠানিকতা শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকী থাকলেও হিন্দু ধর্মাবলম্বীদের দরজায় কঢ়া নাড়ছে দেবী দুর্গার আগমণী বার্তা। ইতি মধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
বিশেষ করে দুর্গা প্রতিমা তৈরীর কারিগররা ব্যস্ত সময় পার করছে।
সরেজমিনে গিয়ে দেখা গেল রাঙ্গুনিয়ার চৌধুরীপাড়া,উত্তর পারুয়ার মন্ডল পাড়া,নাথ পাড়া, সাহাব্দী নগর,শান্তিনিকেতন বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেল প্রতিমা ছোট রড় সব ধরণের শোভা পাচ্ছে।
কাদা-মাটি,বড়-কাঠ দিয়ে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পাড় করছেন বলে জানান রাজীব,অমিত,রতন।সকাল থেকে শুরু করে রাত অবধি পুরো দমে কাজ করে যাচ্ছেন যাতে প্রতিমা দ্রুত ডেলিভারি দিতে পারেন।এখন শারদীয় দুগোৎসবে মেতে ওঠার উপেক্ষায় হিন্দু ধর্মাবলম্বীরা।দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ১৪ অক্টোবর রবিবার দেবীর বোধন এর মধ্য দিয়ে। ১৫ অক্টোবর অধিবাস, ১৬ অক্টোবর দেবীর সপ্তমীবিহিত,১৭ অক্টোবর মহা অষ্টমীবিহিত,কুমারী পূজা,সন্ধিপূজা,১৮ অক্টোবর দেবীর নবমীবিহিত এবং ১৯ অক্টোবর বিজয়া দশমীবিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন এবং সন্ধ্যা আরতির পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতনী ধর্মাবলম্বীদের সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা।