শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
ময়মনসিংহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
ময়মনসিংহ প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১১মি.) ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেলক্রসিংয়ে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ স্টেশনের সঙ্গে ময়মনসিংহ-জারিয়া,ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-ভৈরব-চট্রগ্রাম তিন রেলপথেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গতকাল শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পাশে বাঘমারা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনার খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ করছে।
ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহিরুল হক জানান, চাল নিয়ে ট্রেনটি চট্রগ্রাম থেকে ময়মনসিংহ স্টেশনে যাচ্ছিল। এসব চাল সেখানকার সরকারি খাদ্যগুদামে যাওয়ার কথা ছিল। কিন্তু ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশনের আগে বাঘমারা রেলক্রসিংয়ে ট্রেনটির চারটি বগির ২৫টি চাকা লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর সকাল ৯টা থেকে ময়মনসিংহ-জারিয়া, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-ভৈরব-চট্রগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাৎক্ষণিক খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ করছে।
এদিকে এ দুর্ঘটনার পর থেকে ‘হাওর এক্সপ্রেস’, ‘মহুয়া’ ও ‘জারিয়া লোকাল’ ট্রেন গৌরীপুরে, ঢাকা থেকে জারিয়াগামী ফাতেমানগর ও বলাকা ফাতেমানগর আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষ হতে কতক্ষণ লাগবে তা এখনই বলা যাচ্ছে না বলেও জানান সুপারিনটেনডেন্ট জহিরুল হক।