সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » কক্সবাজার » একটি মানবিক সাহায্যের আবেদন
একটি মানবিক সাহায্যের আবেদন
উখিয়া প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০১মি.) কামাল উদ্দিন (৩৩)। পেশায় একজন বাবুর্চি। সে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের হাতিরঘোনা গ্রামের মৃত জব্বর মুল্লুকের ছেলে। গত দুই মাস যাবত স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারছে না।
অসুস্থ কামাল বলেন, মেরুদন্ড থেকে কোমরের হাড় বিচ্ছিন্ন হয়ে গেছে। ৫ মিনিটের অধিক সময় দাঁড়ানো যাচ্ছে না। একই ভাবে বসে থাকাও যাচ্ছে না। শুয়ে থাকলে কিছুটা স্বস্তি পায়।
তিন কন্যা সন্তানের জনক কামাল উদ্দিন কেঁদে কেঁদে বলেন, বড় মেয়েটির বয়স ৯ বৎসর। মেজ মেয়ে ৬ বৎসর। কনিষ্ঠ মেয়েটির ৯ মাস চলছে। এদিকে শারীরিক অক্ষমতার কারণেই নিয়মিত রোজগার করতে পারছি না। এদিকে আর্থিক অভাব-অনটনের কারণে মা ও স্ত্রী-সন্তানদের নিয়েও মানবেতর জীবনযাপন করছি।
৩০ সেপ্টেম্বর (রবিবার) অসহায় কামাল উদ্দিন উন্নত চিকিৎসা করে সুস্থ হতে সমাজের দানশীল ব্যক্তিদের কাছে মানবিক সাহায্য কামনা করে বলেন, যা সম্বল ছিল তা দিয়ে সরকারি-বেসরকারি ভাবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিয়েছি। তাঁরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থের অভাবে করতে পারছি না। সে কারণে মানবিক এই আবেদন জানাচ্ছি। প্রয়োজনে যোগাযোগ : ০১৮৪৫৬৬৬১০৪ (কামাল উদ্দিন)