সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিভিন্ন দলের ব্যাপক নির্বাচনী প্রচারণা
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিভিন্ন দলের ব্যাপক নির্বাচনী প্রচারণা
গাইবান্ধা পতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মি.)গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) গুরুত্বপূর্ণ এ আসনটিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের জেলা আমীরের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। বিএনপির একাধিক প্রার্থীর মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ফারুক আহমেদ, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, জাতীয় পার্টির কাজী মশিউর রহমান, জামায়াতের ডা. আব্দুর রহিম সরকার। আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও বর্তমান এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ইতোমধ্যে নির্বাচনী তৎপরতায় তিনি অনেকটাই এগিয়ে গেছেন।
সোমবার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের পন্ডিতপুর, শাখাহার ইউনিয়নের দুধিয়া গ্রাম, কাটাবাড়ি ইউনিয়নের ফুলাহার, গুমানিগঞ্জ ইউনিয়নের গুদারাঘাটের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজেরও তিনি উদ্বোধন করেন। এছাড়া এই সমস্ত এলাকার নারী-পুরুষ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়াও তিনি বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ, মসজিদের ভিত্তি স্থাপন ও শাখাহার ইউনিয়নের শহরগাছি কলেজের ভবন উদ্বোধন এবং স্থানীয় নারীদের সাথে মতবিনিময় করেন।
আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। অন্যথায় অর্জিত উন্নয়নের সাফল্য ও জনকল্যাণ মারাত্মকভাবে ব্যাহত হবে।