সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে : জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান
পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে : জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান
মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৯মি.) পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এখানে পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। ।
আজ সোমবার দুপুরে লংগদু উপজেলার এলাকাবাসীর বহু প্রতীক্ষিত লংগদু মডেল কলেজ’র ২ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ফলক উম্মেচন এবং ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান-এএফডব্লিউসি,পিএসসি তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে এবং নিরহ মানুষকে জিম্মি করে মুক্তিপন আদায় করে এবং পার্বত্য অঞ্চলে আইন শৃংঙ্খলা বিঘœ ঘটায় তাদের বিরুদ্ধে যথাযথ আইন রয়েছে। তিনি আরো বলেন উক্ত কলেজটি এলাকার শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপর্ণ ভূমিকা পালন করবে।
এসময় খাগড়াছড়ি ব্রিগেড এর ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, লংগদু জোন কমান্ডার লে. কর্ণেল সফিুরর রহমান, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার কবির কুমার রায় ও লংগদু মডেল কলেজ’র অধ্যক্ষ মো. শহীদুল্লহ প্রমুখ উপস্থিত ছিলেন।