বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ১টি পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার সীম রেজিষ্ট্রেশন অনেবের উদ্বেগ
১টি পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার সীম রেজিষ্ট্রেশন অনেবের উদ্বেগ
সাম্প্রতি এক সভায় মোবাইল কোম্পানি গুলোর ভয়ঙ্কর দুর্নীতির কথা প্রকাশ করলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রী বলেছেন একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডির) বিপরীতে ১১হাজার ৮৬৬টি সিম ও আরেকটি এনআইডিতে ১৪ হাজার সীম রেজিষ্ট্রশনে শুভংকরের ফাকিরমত বিয়য়টি কোন ভাবেই মেনে নেওয়া হবে না। অনলাইন নিউজপেপার এডিটরস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এঘটনার তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ঢাকা : ২২-০৯-২০১৫ইং তারিখে ডাক,তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ টেলিকমিউকেশন কোম্পানি গুলোর সিম নিবন্ধনে যে দুর্নীতির তথ্য বের হয়ে এসেছে তা বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরের জন্য একটি ভয়াবহ এবং দু:খজনক চিত্র । একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডির) বিপরীতে ১১হাজার ৮৬৬টি সিম ও আরেকটি এনআইডিতে ১৪ হাজার সীম রেজিষ্ট্রশনে শুভংকরের ফাকিরমত বিয়য়টি কোন ভাবেই মেনে নেওয়া যায় না । আমরা অনলাইন নিউজপেপার এডিটরস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এধরনের অব্যবস্থাপনা ও দুর্নীতির আশু সুরাহা করে সঠিক নিবন্ধন তথ্য সংরক্ষনের দাবী জানাচ্ছি । পাশাপাশি আমরা সরকারের একজন প্রতিমন্ত্রীর সাহসী পদক্ষেপকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এধরনের গণমুখী কর্মকান্ডের সাথে অনলাইন নিউজ পেপার এ্যাসেসিয়েশান অব বাংলাদেশ (অনেব)এর সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে।
বুধবার বিকালে ঢাকা নিউজ ২৪ ডটকমের কার্যালয়ে অনলাইন নিউজ পেপার এডিটরস এ্যাসোসিয়েশান অব বাংলাদেশের জরুরী সভায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানীগুলোর সিম নিবন্ধন প্রক্রিয়া নিয়ে এসব আলোচনা করা হয়। সভায় অনেবের ভারপ্রাপ্ত আহবায়ক ও বোমার সাধারন সম্পাদক নিউজ ২১ বিডি ডটকমের সম্পাদক শরীফুল ইসলাম খান এক বিব্রিতে উদ্বেগ প্রকাশ করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা নিউজ ২৪ ডটকমের প্রধান সম্পাদক লতিফুল বারী হামিম । উপস্থিত ছিলেন, ডিসট্রিক নিউজ ২৪ ডটকমের সম্পাদক শরীফ মোহাম্মদ মাসুম অন্যান্যদের মাঝে উপস্থিথ ছিলেন রফিকুল ইসলাম পথিক, সৈয়দ মুশফিকুর রহমান, রাশেদুল হাসান বুলবুল, মকছুদুর রহমান মানিক, শামছুজ্জামান পনির, মনোয়ার হোসেন প্রমুখ । (সংবাদ বিজ্ঞপ্তি)
আপলোড : ২৪ সেপ্টেম্বর ২০১৫ :বাংলাদেশ : সময় দুপুর ৪.৫০ মিঃ
আপলোড : ২৪ সেপ্টেম্বর ২০১৫ :বাংলাদেশ : সময় দুপুর ৩.৪৮ মিঃ