শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » ‘স্টার জলসা’ দেখতে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
‘স্টার জলসা’ দেখতে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
গাজীপুর জেলা প্রতিনিধি::গাজীপুরে স্টার জলসা চ্যানেল দেখতে না দেয়ায় অভিমান করে একটি আশ্রয়ণ প্রকল্পে ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে ৷ কালিয়াকৈর উপজেলার ভলুয়া এলাকায় গুচ্ছগ্রাম নামে একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল আজিজ মিয়ার মেয়ে মীম আক্তার (১৩)৷ সে উপজেলার সিনাবহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল৷
২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ভলুয়া এলাকায় এ ঘটনা ঘটেছে ৷
নিহতের পরিবার ও পুলিশ জানায়, মীম বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভলুয়া এলাকায় গুচ্ছগ্রাম নামে একটি আশ্রয়ণ প্রকল্পের তাদের নিজের ঘরের ভিতরে বসে ভারতীয় চ্যানেল স্টার জলসায় নাটক দেখছিল৷ বেলা দেড়টার দিকে তার বাবা আজিজ মিয়া কাজ শেষে বাসায় ফিড়ে মেয়েকে স্টার জলসা দেখতে মানা করে টেলিভিশন বন্ধ করে দিয়ে ফের কাজে চলে যায়৷ এ সময় বাবার সঙ্গে অভিমান করে মীম ঘরের ধরনার সঙ্গে ওড়না গলায় পেছিয়ে আত্মহত্যা করে৷ কিছু সময় পরে আজিজ মিয়া আবার বাড়িতে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়৷ পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে৷ খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ বিকেলে মীমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে ৷
কালিয়াকৈর থানার এএসআই আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷