রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জের যমুনার ক্রসবার-৩ বাঁধে ৭০ মিটার ভাঙন
সিরাজগঞ্জের যমুনার ক্রসবার-৩ বাঁধে ৭০ মিটার ভাঙন
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) সিরাজগঞ্জে যমুনা নদীর ক্রসবার-৩ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে বাঁধের ৭০ মিটার অংশ ভেঙে গেছে।
আজ রবিবার সকাল ১০টা থেকে যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ প্রান্তে ভাঙন শুরু হয়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, যমুনার পানি কমতে থাকায় বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে যাচ্ছে। এ কারণে ভাঙন শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁধের ৭০ মিটার অংশ ভেঙে গেছে।
বেলা ২টার সময় ভাঙণের ঘটনায় পানি উন্নয়ন বোর্ড বগুড়া জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম পরিদর্শন করেন।
এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ভাঙনরোধে এরইমধ্যে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। পানি কমে গেলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলো পুণঃসংস্কার করা হবে।
সিরাজগঞ্জ শহর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড শহরের ৪টি পয়েন্টে ক্রস বাঁধ নির্মাণ করে। ৮০ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ ক্রসবাঁধ-৩ (১৭৮২ মিটার) নির্মাণ করা হয়। ২০১৭ সালের জুনে বাঁধের নির্মাণ কাজ শেষ হয়।