শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা শুরু
বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা শুরু
ক্রীড়া প্রতিবেদক:: বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপি বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৫৷ জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি৷ এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও র্যাবের সাবেক মহাপরিচালক মো: মোখলেছুর রহমান,বিপিএম, সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল ও ভেনাস লেকভিউ ল্যান্ডমার্ক লি: এর ম্যানেজিং ডিরেক্টর মো: আব্দুল জব্বারসহ অন্যান্যরা৷
প্রতিযোগিতার প্রথম দিনে মেয়ে ৮-১০ বছর বয়সি একক কাতায় প্রথম হয়েছে জয়ন্তি বিশ্বাস, নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা৷ দ্বিতীয় হয়েছে রেজোয়ান আইন নোভাহ, ঢাকা ক্যান্টনমেন্ট সোতকান৷ তৃতীয় হয়েছে বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়ন এর শাওদা বিনতে ইমু৷
এবং মেয়েদের মাইনাস ৩৫ কেজি কুমিতে ইভেন্টে প্রথম হয়েছে জয়ন্তি বিশ্বাস, নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা৷ দ্বিতীয় হয়েছে মার্টিনা মুর্মু,বাংলাদেশ ইয়াং কিং কারাতে৷ তৃতীয় হয়েছে সাউদা বিনতে ইমু, বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়ন৷
১০-১২ বছর বয়সি ছেলেদের একক কাতায় প্রথম হয়েছে নাইমুল ইসলাম মিয়াজী, বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়ন৷ দ্বিতীয় হয়েছে কার্তিক জি জি, গোজোকাই বাংলাদেশ৷ তৃতীয় হয়েছে সায়েম আল সিয়াম, ঢাকা ক্যান্টনমেন্ট সোতকান৷
এছাড়া, ছেলেদের ১০-১২ বছর বয়সি (মাইনাস ৩৫ কেজি) ওজন শ্রেণী কুমিতে ইভেন্টে প্রথম হয়েছে আসিফ আলি, নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা৷ দ্বিতীয় হয়েছে প্রনব, বাংলাদেশ ইয়াং কিং কারাতে৷ তৃতীয় হয়েছে মো: দেলওয়ার, ফেনী ড্রাগন কারাতে৷
বিকেলে জুনিয়র বিভাগে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শ্রী অশোক কুমার বিশ্বাস (যুগ্ম সচিব)৷ এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে মেয়ে ১৪০ জন এবং ছেলে ১৩০জন মোট ২৭০জন কারাতেকা অংশ গ্রহন করছে৷
আগামীকাল শনিবার বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৫এর শেষ দিন ৷ সিনিয়র বিভাগের খেলা শুরু হবে সকাল ৯টা থেকে৷ আর বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু৷