রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় পরিত্যক্ত জমিতে সবজি চাষে কৃষকের ব্যাপক সাফল্য
গাইবান্ধায় পরিত্যক্ত জমিতে সবজি চাষে কৃষকের ব্যাপক সাফল্য
গাইবান্ধা প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৭মি.) গাইবান্ধা সদরসহ উপজেলা গুলোর পরিত্যক্ত জমিতে সবজি চাষে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে। কৃষকরা বাড়ির উঠানে, আঙিনায়, পরিত্যক্ত জমিতে, বাসা বাড়ির ছাদে নানাবিধ শাক-সবজি, ফল-মুল ,তরিতরকারি চাষবাদে ঝুকে পড়েছে। এমনকি চরাঞ্চলের গুচ্ছ গ্রাম, আশ্রয়ন প্রকল্প, উঁচুস্থানে কৃষকরা বিভিন্ন রকমের ফসলাদির আবাদ করে আসছে।
সরেজমিনে গাইবান্ধা সদরসহ উপজেলা গুলো ঘুরে দেখা গেছে, যে সমস্ত জমি গো-চারন ভূমি এবং পরিত্যক্ত ছিল সে সমস্ত জমিতে এখন কৃষকরা নানাবিধ শাক সবজি চাষ করে লাভবান হচ্ছে। জেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় অল্প জমিতে একাধিক ফসল চাষাবাদ করে ব্যাপক সাফল্য অর্জন করেছে কৃষকরা। চলতি মৌসুমে জেলা ও উপজেলায় কৃষক তাদের বাড়ির উঠানে, আঙিনায় এবং পরিত্যক্ত জমিতে পেঁপে, হলুদ, সিম, বড়বটি, লাউ, ঢেড়স, বিভিন্ন শাক সবজি চাষাবাদ করে ব্যাপক সারা জাগিয়েছে।
কথা হয় সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কাটিহারা গ্রামের সিম চাষি আতা মিয়া বলেন, গত বছর এক বিঘা জমিতে সিম চাষ করে তিনি ২০ হাজার টাকা আয় করেছেন। এবছরেও তিনি সিমসহ নানাবিধ তরিতরকারি চাষাবাদ করেছেন। তিনি আরও বলেন ধান চাষাবাদের চেয়ে সবজি চাষে অধিক লাভ।
কৃষি অফিসার রাশেদুল ইসলাম জানান, কৃষকরা এখন সবজি চাষাবাদের উপর ঝুকে পড়েছেন। সবজি চাষাবাদে খরচ কম লাভ বেশি। তাছাড়া পরিত্যক্ত জমিতে একাধিক সবজি চাষ করা যায়।