রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে দূর্বৃত্তের গুলিতে সংস্কারপন্থী জেএসএস কর্মী নিহত
খাগড়াছড়িতে দূর্বৃত্তের গুলিতে সংস্কারপন্থী জেএসএস কর্মী নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৯মি.) খাগড়াছড়ি জেলার দীঘিনালার দূর্গম দাঙ্গা বাজার এলাকায় দূর্বৃত্তের গুলিতে জেএসএসের এক কর্মী নিহত হয়েছে। নিহত মঞ্জু চাকমা (৪৫) সংস্কারপন্থী জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপের যুব সমিতির সক্রিয় কর্মী ছিল। সে উপজেলার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে।
আজ রবিবার সন্ধ্যা পোনে ৭টার দিকে দীঘিনালা উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে । খাগড়াছড়ির দীঘিনালা-রাঙামাটির লংগদু উপজেলার সীমান্তবর্তী দাঙ্গা বাজার ইরাংছড়ি এলাকার একটি দোকানের সামনে একদল দূর্বৃত্ত এসে খুব কাছ থেকে মঞ্জু চাকমাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
সংস্কারপন্থী জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গুরুপ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত মঞ্জুকে তাদের যুব সমিতির কর্মী বলে দাবী করে ঘটনার জন্য পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কে দায়ী করেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তিনি লাশ উদ্ধারের জন্য পুলিশ নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন।