সোমবার ● ৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে ৭৬৪ পূজামন্ডপে শারদীয় দূর্গাপুজার শুভ মহালয়ায় পূণ্য প্রভাতে দেবী আমন্ত্রণ
ময়মনসিংহে ৭৬৪ পূজামন্ডপে শারদীয় দূর্গাপুজার শুভ মহালয়ায় পূণ্য প্রভাতে দেবী আমন্ত্রণ
ময়মনসিংহ প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৪মি.) আজ শুভ মহালয়া। অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তি প্রতিষ্ঠায় মর্তে এসছেন দেবী দূর্গা। শুভ মহালয়া পূণ্য প্রভাতে দেবী আবাহনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার এই সূচনার দিনটি সারা দেশের ন্যায় ময়মনসিংহে বেশ আড়ম্বরে উদযাপিত হয়। ‘বাজলো ঢাক, বাজলো তোমার আগমনী/ শারদপ্রভাতে শুনি তোমার জয়ধ্বনি। শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন,শুভ মহালয়া। হিন্দু পুরাণমতে দেবী দূর্গা আজ পা রেখেছেন মর্ত্যলোকে। চন্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া। বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা ।
আজ সোমবার ৮ অক্টোবর সকালে আর্যধর্ম জ্ঞানপ্রদায়িনী সভা (ধর্মসভা) দুর্গাবাড়ি মন্দিরে আয়োজিত শঙ্খ ধ্বনি ও চন্ডীপাঠ, সমবেত সঙ্গীত, মাতৃ বন্দনা ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দেবীকে আবাহন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পুজা উৎযাপন কমিটি সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র্র সরকার, ধর্মসভা সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক প্রফেসর ড.বিমল কান্তি দে ,পবিত্র রঞ্জন দে, এফবিসিসিআই সদস্য শংকর সাহা, নৃত্যগুরু মানস তালুকদার, অধ্যপিকা সুমিতা নাহা, মহিলাদের দ্বারা পরিচালিত একমাত্র পূজা কমিটি সাধারণ সম্পাদক সুচিত্রা সেনগুপ্তা, অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী প্রমুখ।
ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত শুভ মহালয়ার দিন থেকেই পূজারীরা দুর্গা মায়ের আগমন ধ্বনি শুনতে পান। এ বছর জেলায় ৭৬৪টি জায়গায় শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। গতবারের চেয়ে চলতি বছর ৪৭টি বেশি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। আর ময়মনসিংহ শহরেই ১১০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এ দিকে ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা এসব তথ্য নিশ্চিত করে বলেন, মন্ডপগুলোতে প্রতিমা বানানোর কাজ শেষ। এখন রঙ ও সাজসজ্জার কাজ চলছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা আশাবাদী। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পাঁচ দিনব্যাপী এ উৎসব শেষ করতে চাই। প্রায় প্রতিটি পূজামন্ডপে থাকবে নিজ উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা। থাকবে রক্তদান কর্মসূচি, প্রসাদ বিতরণ, বস্ত্রদানসহ বিভিন্ন কর্মসূচি।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এ বিভাগের চার জেলার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। ওই সময় তিনি জানান, প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রহণ করেছে বিভাগীয় ,জেলা পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন। প্রতিটি মন্ডপে পুলিশ সদস্যরা সক্রিয় থাকবেন। পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও তৎপর থাকবেন। শান্তিপূর্ণভাবে এ দুর্গোৎসব সম্পন্ন করতে সর্বোচ্চ তৎপর থাকবে পুলিশ বলে জানান তিনি।