শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির দূর্গম বিলাইছড়িতে বড়দিন উত্সব পালিত
রাঙামাটির দূর্গম বিলাইছড়িতে বড়দিন উত্সব পালিত
ষ্টাফ রিপোর্টার:: বিপুল উত্সাহ উদ্দিপনার মধ্য দিয়ে রাঙামাটির দূর্গম বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় যীশু খ্রীষ্টের শুভ বড়দিন উত্সব পালন করা হয়েছে ৷ এলাকাবাসীরা ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জায় ২৫ডিসেম্বর শুক্রবার সকালে ধর্মীয় সঙ্গীত, কীর্তন, প্রার্থনা ও কেক কেটে উত্সবের শুভ সূচনা করে খ্রীষ্টান ধর্মালম্বীদের নরনারীরা ৷ পরে ধর্মীয় আলোচনা ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
সভাপতি লালছোয়াকলিয়ানা পাংখোয়া সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের সাবেক সদস্য অভিলাষ তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাংলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঞ্জুর রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন৷ এ সময় উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
ধর্মীয় আলোচনা সভায় বাইবেল পাঠ, ধর্মীয় বাণী ও আর্শিবাদ বচন দেন ইভ্যানজেলিক্যাল চার্জ অব বাংলাদেশ গীর্জার এ্যালসান পাংখোয়া৷
পরে অতিথিরা দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করে এবং অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পাংখোয়া জাতিদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে পাংখোয়া তরুন তরুনীরা৷