মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » দেশের বিভিন্ন স্থানে বাল্য বিবাহ নিরোধ দিবস পালন
দেশের বিভিন্ন স্থানে বাল্য বিবাহ নিরোধ দিবস পালন
পানছড়ি প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মি.) খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলায় আজ ৯ অক্টোবর মঙ্গলবার পাানছড়ি উপজেলার নিকটবর্তী সামনে লোগাং পানছড়ি রাস্তার উপর বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে মানববন্ধন করা হয়। মানববন্ধনে পানছড়ি উপজেলার সকল স্কুল-কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় পানছড়ি উপজেলা নিবার্হী অফিসার আবুল হাসেম উপস্থিত ছিলেন। পানছড়ি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বাল্য বিবাহ নিরোধ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পার্বতীপুরে কন্যা শিশু দিবস ও বাল্যবিবাহ নিরোধ দিবস পালিত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: “থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অফিসার্সক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক, উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা ও ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিজান এসময় উপস্থিত ছিলেন।
পরে বাল্যবিবাহ নিরোধ দিবস ২০১৮ উপলক্ষে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিশ্বনাথে বাল্য বিবাহ নিরোধ দিবসে মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৮ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আজ ৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিয়া সেতুর ওপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস নূর উদ্দিন ও যুব উন্নয়নের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।