মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী
মহালছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী
মহালছড়ি প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৯মি.) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার থলিপাড়া ও নুনছড়ি এলাকায় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয়সহ ঔষুধ বিতরণ করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। আজ ৯ অক্টোবর মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন এলাকা হতে ৩ শতাধিক পাহাড়ি-বাঙ্গালী রোগীরা চিকিৎসা গ্রহন করেন। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন, মহালছড়ি জোনের আর এম ও ক্যাপ্টেন ইমরান।
চিকিৎসাকালীন সময়ে আর এম ও ক্যাপ্টেন ইমরান বলেন, ঋতু পরিবর্তনের ফলে এলাকায় সর্দি-কাশি, জ¦র, মাথা ব্যাথাসহ বিভিন্ন ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। দুর্গম এলাকার গরীব লোকেরা অর্থের অভাবে সদরে কিংবা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয়না। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে মহালছড়ি জোনের উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচী গ্রহন করা হয়। এ যাবত মহালছড়ি জোন বিভিন্ন দুর্গম পাহাড় বেষ্টিত এলাকায় গিয়ে এ ধরণের মেডিকেল ক্যাম্পেইন বসিয়ে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরন করে আসছে। আগামীতেও পর্যায়ক্রমে সব এলাকায় গিয়ে এ ধরণের চিকিৎসা প্রদান করা হবে বলে জানান তিনি।