বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দুর্গা পূজার শেষ প্রস্তুতি, চলছে রং-তুলি
রাউজানে দুর্গা পূজার শেষ প্রস্তুতি, চলছে রং-তুলি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৯.৫৮মি.) সময়ে সাথে সাথে দুর্গা পূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের রাউজানে কারিগররা। এ দুর্গা পূজা উৎসব ঘিরে রাউজানের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সবধরনেরও প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা পুশিশ ও উপজেলা নিবার্হ অফিসার। তবে বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে ২টি ইউনিয়নে, এবিষয়ে পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, রাউজানে অন্যসব ইউনিয়নের মধ্যে বেশি পূজা অনুষ্ঠিত হয় অামার ইউনিয়নে, প্রতিটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহনীর সদস্যরা নিরাপত্তা নিয়োজিত রইবেন। যাতে কোন রকম সমস্য সৃষ্টি না হয় সে বিষয়ে অামরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করছি। সরেজমিনে রাউজানে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিমার কাঠামো তৈরি শেষ, এখন চলছে সাজানোর কাজ। রং-তুলির আঁচড়ে দুর্গাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলছেন প্রতিমা তৈরি শিল্পীরা। এছাড়া নানা রঙিন শাড়ি দিয়ে চলছে সাজসজ্জার আয়োজন। শেষমুহুর্ত এখন রঙ-তুলির আঁচড়ে সাজানোর কাজ চলছে। নোয়াপাড়া বাজারে একটি প্রতিমা তৈরি দোকানে প্রতিমা তৈরি করতে ব্যাস্ত সময় পাড় করছেন তারা এবং
অর্ডার অনুযায়ী সময়মতো প্রতিমা সরবরাহের জন্য দিনরাত কাজ করছেন শিল্পীরা। জানা গেছে, ১৫ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয দুর্গোৎসব। এ বছর রাউজান উপজেলায় ২৩০টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বেশি দুর্গা পূজা উদযাপন হবে পূর্ব গুজরা ও পাহাড়তলী এই দুই ইউনিয়নে মোট ৪৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি নোয়াপাড়া ইউনিয়নে ১৬টি, বাগোয়ান ইউনিয়নে ১২, পশ্চিম গুজরা ইউনিয়নে ১১ কদলপুর ইউনিয়নে ১২টি, গহিরা ইউনিয়নে ১৬টি, উরকিরচর ইউনিয়নে ১৫টি, বিনাজুরী ইউনিয়নে ১৪টি, নোয়াজিশপুর ইউনিয়নে ১৮টি, চিকদাইয় ইউনিয়নে ১৪টি, ডাবুয়া ইউনিয়নে ১৩টি, হলদিয়া ইউনিয়নে ১৭টি, এবং পৌরসভায় মোট ২৫টি পূজা মন্ডপে এবছর দুর্গা পূজা উদযাপন করা হবে বলে জানাগেছে।
পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবতী জানান, আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য হিন্দু-মুসলিম সবাই সহযোগিতা করে যাচ্ছেন। তিনি অারো জানান, অাসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব উপলক্ষে দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক অালোচনা সভা, বস্তু বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের পাশে শেখ কামাল কমপ্লেক্স অাগামী ১২ অক্টোবর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী (এমপি)। প্রধান বক্তা হিসবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম পুলিশ সুপার নুরে অালম মিনা, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান একে এম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নিবার্হ অফিসার শামীম হোসেন রেজা, রাউজান উপজেলা অাওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন অাহমেদ, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী দিলীপ কুমার মজুমদার, ও সভাপতি শ্রী শ্যামল কুমার পালিত। অায়োজিত অনুষ্ঠানে শুভ সুচনা করবেন, শ্রী তপন চক্রবর্তী, এতে সভাপতিত্ব করবেন শ্রী প্রকাশ শীল। পরে এক জমকালো সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এতে গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা, সহ অারো অনকে এছাড়া পাহাড়ী নৃত্য পরিবেশিত হবে। এবং রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী বিভিন্ন উন্নয়ন চিত্র নিয়ে একটি বড় পর্দায় দেখানো হবে নানা বিষয়।
অন্যদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা আশা করি, গতবারের মতো এবারো সবাইকে নিয়ে দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সার্বজনীন এই উৎসব সফলভাবে শেষ হবে।