বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার : আটক-৩
নবীগঞ্জে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার : আটক-৩
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৫মি.) নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে বাজকাশারা গ্রামে ৬টি রামদাসহ ৩ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ গত গত মঙ্গলবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, বাজকাশারা গ্রামের মৃত আব্দুল হাফিজের পুত্র আব্দুল খালেক,আব্দুল খালেকের পুত্র জাহাঙ্গীর হোসেন(২৪),আব্দুল হাফিজের পুত্র আব্দুল ছালেক। পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে খালেদ মিয়া ও সাবেক মেম্বার মর্তুজ আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে মঙ্গলবার রাত ২টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মফিদুল হক,এস আই মজহারুল ইসলাম,এস আই সাইফুল ইসলামসহকারে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ টেকাতে প্রাণপণ চেষ্টা করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্থানীয় তিন দাঙ্গাবাজকে আটক করে পুলিশ। এসময় খালেদ মিয়া পক্ষের লোকজনের ঘর থেকে ৬টি রামদা,ফিকলসহ বিভিন্ন ধরণের বিপুল পরিমানের দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বুধবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নবীগঞ্জ থানার অফিসা ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এঘটনার সত্যতা নিশ্চিত করেন ।