বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান শহরের ক্যাচিংঘাটায় আগুনে ২০টি দোকানঘর ভস্মীভূত : আহত-৬
বান্দরবান শহরের ক্যাচিংঘাটায় আগুনে ২০টি দোকানঘর ভস্মীভূত : আহত-৬
বান্দরবান প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৭মি.) বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ড ক্যাচিংঘাটা বাজারে অগ্নিকান্ডে ২০টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। এসময় বসতবাড়ির একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক নারীসহ ৬জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঐ এলাকার ব্যাটারিচালিত টমটম গাড়ির একটি ম্যাকানিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহতরা হলেন, জেসমিন আক্তার (২৮), মো. আনিসুর রহমান (২৫), জাহাঙ্গীর হোসেন (৪০), রনি দত্ত (২২), জয়নাল আবেদিন (২৭) ও নওসাদ করিম (৩৪)।
জেসমিন আক্তার ও আনিসুর রহমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। তাদের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার খবর পেয়ে সকালে জেলা প্রশাসক দাউদুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। অগ্নিকান্ডে সেনাবাহিনীর পক্ষ হতে ক্ষতি গ্রস্তদের মাঝে খাবার দেয়া হয়েছে।
অগ্নিকান্ডে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনীর বান্দরবানের ১টি ও চট্টগ্রামের সাতকানিয়ার ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, একটি টমটম মেকানিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা খবর পাই। এসময় ১৫টি মত দোকান ও ৫টি বসতঘর আগুনে পুড়ে গেছে।