বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জামিরজুরী দরবার শরীফের হুজুর কেব্লার ৬৩ তম পবিত্র খোশরোজ শরীফ ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে
জামিরজুরী দরবার শরীফের হুজুর কেব্লার ৬৩ তম পবিত্র খোশরোজ শরীফ ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে
মোহন :: হুজুর কেব্লা হযরত ছৈয়দ মোঃ আমীর উদ্দিন শাহ্ ছাহেব (জামিরজুরী দরবার শরীফ, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম) এর ৬৩তম পবিত্র খোশরোজ শরীফ আগামী ২৯ অক্টোবর ২০১৮ সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটি কলেজ গেইট দরবার ভিলা “আমানতবাগ দরবার শরীফ” প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
পবিত্র খতমে কোরআন এর মধ্য দিয়ে পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠান শুরু হবে, বাদে মাগরিব হইতে মিলাদ ও ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও সর্বশেষ তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
প্রতি বছর ঠিক এদিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার-হাজার ভক্তগণ বিভিন্ন ধরণের হাদিয়া তোহফা নিয়ে মিলিত হয় নির্ধারিত এদিনে, আর তাতে ভক্তগণের মিলন মেলা সৃষ্ঠি হয়। গত ৬ অক্টোবর ২০১৮ শনিবার বিকাল ৪ঘটিকার সময় জামিরজুরী দরবার শরীফ প্রাঙ্গনে ৬৩ তম পবিত্র খোশরোজ শরীফ যথাযত ভাবে সম্পন্ন করার লক্ষে খোশরোজ শরীফ উদ্যাপন পরিষদের উদ্যেগে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
খোশরোজ শরীফ উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মো. আদুল শুক্কুরের পরিচালনায়, আর এতে সভাপত্বি করেন উদ্যাপন পরিষদের সভাপতি ও খাদেম মো. ইয়াকুব আলী। খোশরোজ শরীফ উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুল শুক্কুর জানান, হুজুর কেব্লার হযরত ছৈয়দ মো. আমীর উদ্দিন শাহ্ ছাহেব’র ৬৩তম পবিত্র খোশরোজ শরীফ সফল করার লক্ষে ৪১ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবক প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান (বাবু)। তিনি আরো জানান, পবিত্র খোশরোজ শরীফ উদ্যাপন পরিষদের উদ্যেগে রাঙামাটি’র প্রবেশ মূখ মানিকছড়ি থেকে শুরু করে শহরের বিভিন্ন পয়েন্টে ব্যানার-পেষ্টন, লিপলেট বিতরণ করা হবে। এছাড়াও রাঙামাটি সদরের লোকাল চ্যানালের মাধ্যমে সবাইকে পবিত্র খোশরোজ শরীফ মাহফিলের দাওয়াত প্রদান করা হবে। আর এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অংশ গ্রহন করবে বলে আমরা মনে করি। আইন-শৃঙ্খলা বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিগত বছর গুলোতে কোন প্রকার সমস্যা ছাড়াই সবার সহযোগিতায় পবিত্র খোশরোজ শরীফ সফল ভাবে পালন করে যাচ্ছি। তারপরও রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকতা ও রাঙামাটি কোতয়ালী থানায় অবিহিত করা হবে।
পবিত্র খোশরোজ শরীফে আখেরী মোনাজাত পরিচালনা করবেন খোশরোজ শরীফ উদ্যাপন পরিষদের সভাপতি ও খাদেম মো. ইয়াকুব আলী।