শুক্রবার ● ১২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে বিদ্যালয়ের দেয়ালে দৃষ্টি নন্দন চিহ্ন
শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে বিদ্যালয়ের দেয়ালে দৃষ্টি নন্দন চিহ্ন
বরগুনা প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) বরগুনার বেতাগীতে নিরাপদ সড়ক নিশ্চিত করণে ট্রাফিক আইন জানতে স্থানীয় জনগোষ্ঠি সচেতন হয়ে উঠছে। পিছিয়ে নেই ক্ষুদে শিক্ষার্থীরাও।
তারাও ভাবছে নিরাপত্তা সর্বাগে এবং জরুরী। বেতাগী পৌর সভার প্রানকেন্দ্রে অবস্থিত এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ ট্রাফিক ও রোড সাইন সম্পর্কে শিশু শিক্ষার্থীদের পরিচিত ও মনোযোগ আকৃষ্ট করে তুলতে দেয়ালে- ট্রাক ও পথচারী চলাচল নিষেধ, পার্কিং ও থামানো নিষেধ, ডানে ও বামে মোড় নিষেধ, ওভার টেকিং, হর্ন বাজানো,‘ইউ’ টার্ণ ও রিক্সা চলাচল নিষেধ, পাশাপশি দুই রাস্তার সংযোগস্থল, জেব্রা ক্রসিং, রক্ষিত রেলওয়ে ক্রসিং, প্রবেশ নিষেধ এবং একমুখী চলাচলের রাস্তা এ ধরনের দৃষ্টি নন্দন ট্রাফিক সাইন শিল্পীর নিপূণ হাতে অঙ্কন করা হয়েছে । যাতে সহজেই শিশু শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সাইনের বিষয় সু-স্পস্ট ধারণা তৈরি হতে পারে। এ বিষয় বিভিন্ন শ্রেনির ক্লাশের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের ধারনাও দেওয়া হচ্ছে।
জানা গেছে, এখানে উপজেলা প্রশাসন ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা মূলক সভা, মোবাইল কোর্ট পরিচালনা, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাসিক সন্বয় ও আইন শৃঙ্খলা সভায় আলোচনা, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্যাম্পইন চালাচ্ছে।
উপজেলার ১৭৪ টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইনের তথ্য, প্রধানমন্ত্রীর বাণী ও ৯৯৯ জরুরী ফোন নম্বর সম্বলিত প্রচারপত্র বিতরন করেছে। ট্রাফিক আইন মেনে চলা ও অন্যকে উৎসাহিত করতে শিক্ষার্থী অভিাববকদের স্বাক্ষর সম্বলিত শপথ পত্র নেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফলে সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক মনোভাবের সৃষ্টি ও সচেতনতা ফিরে এসেছে। সরে জমিনে দেখা গেছে, ধারনা তৈরির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে হাত তুলে আইন মেনে রাস্তায় চলাচলের অঙ্গীকার ব্যক্ত করছেন শিক্ষার্থীরা।আইন অমান্যকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকারও ঘোষনা দেয়া হয়।
এ বিষয় বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জেসমিন আক্তার বলেন, প্রশাসনের কর্মসূচি বাস্তবায়নে আমরাও এগিয়ে এসেছি। আগামী প্রজন্ম নিজ সন্তান, ছাত্র-ছাত্রীরা ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও রোড সাইন সম্পর্কে প্রাথমিক ধারনা পাওয়ার মাধ্যমে প্রশিক্ষত হয়ে সড়কে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান বলেন, সড়ক নিরাপদ রাখার জন্য আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে। একতাবদ্ধ হয়ে কাজ করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। অননুমোদিত ও ত্রুটিপূর্ণ যানবাহন, লাইসেন্সবিহীন অনভিজ্ঞ ড্রাইভার যেমন দুর্ঘটনার জন্য দায়ী, তেমনিভাবে দায়ী পথচারী এবং যাত্রীগণের অসচেনতা। সকলে মিলেই আনতে হবে পরিবর্তন। আমরা নিজেকে বদলাই এবং অন্যকে বদলাতে সহায়তা করি।