শনিবার ● ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচীর আওতায় নগদ অর্থ বিতরণ
পানছড়িতে ভিক্ষুক পূর্ণবাসন কর্মসূচীর আওতায় নগদ অর্থ বিতরণ
পানছড়ি প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৮মি.) ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষুকদের মাঝে বাছুর, আর্থিক পুঁজি, সামাজিক নিরাপত্তা ভাতা কার্ড এবং পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী ঢেউ টিন, নগদ অর্থ বিতরণ করেছে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রশাসন।
অাজ শনিবার ১৩ই অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিদপ্তর খাগড়াছড়ির উপ-পরিচালক মনিরুল ইসলাম।
এসময় ডিডিএলজি এটিএম কাউছার হোসেন, জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লোকমান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব ও ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অর্থায়নে ও দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে ভিক্ষুদের মাঝে নগদ ১লাখ ৫৬হাজার টাকা, ২জনকে ১০হাজার টাকা করে আর্থিক পুঁজি, ১০টি ঘর নির্মাণ ৫৬ বান ঢেউ টিন এবং ২০জনের মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়।
প্রসঙ্গত, বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম পানছড়িতে যোগদানের পর থেকে কখনো নিজ উদ্যেগে কখনো সরকারী অর্থায়নে উপজেলার নিরীহ, অসহায়, গরীব, দুস্থ, ভিক্ষুকদের সাহায্য সহযোগী করে যাচ্ছে। এদের সহযোগীতা করার জন্য তিনি হাজির হন এসকল মানুষের বাড়ি, প্রত্যক্ষ করেন অসহায় মানুষ গুলোর দুঃখ দূর্দশা, মনোযোগ সহকারে শুনেন দুঃস্থ অসহাযদের বক্তব্য।
এছাড়াও ইউএনও‘র হাত ধরে শুভা বর্ধন করেছে উপজেলা পরিষদ এলাকা, গড়েছেন মায়া কানন ও উপজেলা প্রশাসনের সেবা প্রার্থীদের বসার জন্য তৈয়ারী করেছেন মায়াকুঞ্জু। তিনি পদন্ততি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসাবে বদলি হয়ে আগামী কাল রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে যোগদানের কথা রয়েছে।